দানসাগর বিদ্যাসাগর
- কমলতোলা
--------------------
বিদ্যাসাগর!আমার জীবনের প্রথম শিক্ষাগুরু তুমি
মাতৃভাষা লিখতে পড়তে শিখি প্রতিভোরে তোমায় নমি
বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়ে
মানুষ হওয়ার রীতিনীতি এ-জীবনে উঠলো গড়ে
মায়ের ডাকে পার হলে উত্তাল নদী দামোদর
ছুটি না দিতে সাহেবকে বললে থাকবো না চাকর
তোমার অসীম মাতৃভক্তি হয়ে আছে লোকগাথা
ঋজু শিরদাঁড়া নোয়াওনি কভু শুনে উর্দ্ধতনের কথা
শিশুকন্যার বিবাহ বজ্রকঠিন হৃদয়ে দেয় পীড়া
বাল্যবিধবার কান্না তোমার হৃদয়কে দিয়েছিল নাড়া
তোমার চেষ্টায় পাশ হয় বাল্যবিবাহ বিধবাবিবাহ আইন
নারীজাতির মনে বুনেছিলে বেঁচে থাকার স্বপ্ন রঙীন
সারাজীবন মেধা ও অধ্যবসায়ে করেছ বিপুল আয়
আর্ত দরিদ্র বিপদগ্রস্ত শিক্ষার জন্য হয়েছে অঢেল ব্যয়
জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়েছ, হে মহাজীবন
দানসাগর বিদ্যাসাগর! বাঙালি তোমায় করুক অনুসরণ।
২৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।